ইউরোপে পিএইচডি

Ph.D. in Europe

Image source: Google

গত বছর থেকে পিএইচডি তে কিভাবে এপ্লাই করা যায় সেটা নিয়ে মোটামুটি গবেষণা শুরু করে দিয়েছিলাম। সেই গবেষণার ফলে অনেক কিছু জানতে পেড়েছি। এই পোষ্টের মুল উদ্দেশ্য যা জেনেছি তা সবার সামনে তুলে ধরা।

ইউরোপের প্রায় সব বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে একটি পেজ থাকেঃ Vacancy / Work at university name এই নামে। পিএইচডি, পোস্ট-ডক, রিসার্চার আরো অনেক জবের অ্যাডভার্টাইজমেন্ট ওই পেজগুলোতে দেয়া হয় (ইউরোপে ওরা পিএইচডি কে জব হিসেবে কাউন্ট করে)। প্রতিটা জব এর অ্যাডভার্টাইজমেন্ট এ কোন টপিকের উপর কাজ করা হবে, এপ্লাই করার জন্য নুন্যতম যোগ্যতা কি, এপ্লাই করতে হলে কি কি দরকার পড়বে সব দেয়া থাকে।

পিএইচডি তে এপ্লাই করার যোগ্যতা(বিশ্ববিদ্যালয় সাপেক্ষে পরিবর্তন হতে পারে):

  • অ্যাডভার্টাইজমেন্ট এর টপিক অনুযায়ী রিলেভেন্ট এমএসসি ডিগ্রী
  • ইংরেজি দক্ষতার সার্টিফিকেট (মিডিয়াম অফ ইন্সট্রাকশন দিয়ে অনেক যায়গায় কাজ হয়)
    • IELTS (নিম্নে অভারঅলঃ ৬.৫ আর আলাদা ব্যান্ড গুলোতে নিম্নে ৬ (টেকনিক্যাল সাবজেক্টের জন্য))
    • মিডিয়াম অফ ইন্সট্রাকশন সার্টিফিকেট(এমএসসি, বিএসসি যে আমরা ইংরেজি ভার্সনে পড়েছি সেই সার্টিফিকেট ভার্সিটি থেকে সংগ্রহ করা যায়)

এপ্লাই করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র(বিশ্ববিদ্যালয় সাপেক্ষে পরিবর্তন হতে পারে) এবং কি কি লাগবে সেটা অ্যাডভার্টাইজমেন্ট এই দেয়া থাকে। সাধারণত যা যা লাগে সেটা এখানে দেয়া হলো:

  • সিভি
  • কাভার লেটার
  • পাসপোর্ট
  • রিসার্চ প্রপোসাল (অ্যাডভার্টাইজমেন্ট এ যে টপিক এর সম্পর্কে আলোচনা করা হয়েছে সেই টপিকের উপরে কারেন্ট টেকনোলজি ব্যবহার করে প্রপোসাল তৈরি করতে হবে এবং অবশ্যই যাতে কাট কপি পেস্ট না করা হয়। প্রফেসরদের কাছে plagiarism checker থাকে। যদি দেখে কপি করা নগদে বাদ দিয়ে দিবে।)
  • এমএসসি, বিএসসি এর ট্রান্সক্রিপ্ট এর ভেরিফাইড কপি (নিজ নিজ বিশ্ববিদ্যালয় থেকে ট্রান্সক্রিপ্টের ফটোকপি ভেরিফাই করিয়ে আনতে হবে এক্সাম কন্ট্রোলার অফিস থেকে)
  • ২টি/৩টি রিকমেন্ডেশন লেটার
  • যদি কোন পাবলিকেশন থাকে
  • কোন এ্যাওয়ার্ড, এক্সপেরিয়েন্স সার্টিফিকেট থাকলে যোগ করা যেতে পারে

সবগুলো জিনিস একসাথে পিডিএফ করে সাবমিট করতে হবে। সাবমিট করার লিঙ্কও সেই অ্যাডভার্টাইজমেন্ট এ দেয়া থাকবে। পিডিএফ মার্জ, স্প্লিট করার জন্য PDFSam Basic software টা ইউজ করা যেতে পারে। এপ্লাই করার পরে তারা রিভিউ করবে। ভালো লাগলে ইন্টার্ভিউ এর জন্য কল পাবেন। তারপর হয়েও যেতে পারে পিএইচডি শুরু করার সুযোগ। এই লেখা কারো উপকারে আসলে কষ্ট সার্থক। শুভ কামনা।

কিছু Vacancy Page এর লিংক দিয়ে দিচ্ছিঃ

  1. University of Copenhagen: https://employment.ku.dk/phd/
  2. Technical University of Denmark: https://www.dtu.dk/english/About/JOB-and-CAREER/vacant-positions
  3. Aalborg University: https://www.vacancies.aau.dk/phd-positions/
  4. University of Portsmouth: https://www.port.ac.uk/study/postgraduate/postgraduate-research/research-degrees/phd/explore-our-projects
  5. University of Antwerp: https://www.uantwerpen.be/en/jobs/vacancies/ap/
  6. Linköping University: https://liu.se/en/work-at-liu/vacancies
  7. Chalmers University: https://www.chalmers.se/en/about-chalmers/Working-at-Chalmers/Vacancies/Pages/default.aspx
  8. Lulea University: https://www.ltu.se/ltu/Lediga-jobb?l=en
  9. Uppsala University: https://www.uu.se/en/about-uu/join-us/jobs/
  10. Stockholm University: https://www.su.se/english/about-the-university/work-at-su/available-jobs
  11. Lund University: https://www.lunduniversity.lu.se/vacancies
  12. University of Gothenburg: https://www.gu.se/en/about-the-university/work-at-the-university-of-gothenburg/vacancies
  13. KTH Royal Institute of Technology: https://www.kth.se/en/om/work-at-kth/lediga-jobb
  14. Örebro University: https://www.oru.se/english/working-at-orebro-university/jobs-and-vacancies/
  15. Swedish University of Agricultural Sciences: https://www.slu.se/en/about-slu/work-at-slu/jobs-vacancies/
  16. Umeå University: https://www.umu.se/en/work-with-us/
  17. Karlstads universitet: https://www.kau.se/en/work-us/work/vacancies